খুলশীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন

খুলশীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন

সিএমপি’র ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে খুলশীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ডাকাতির ঘটনায় জড়িত ০৭ জন আসামী গ্রেফতার ও ডাকাতি হওয়া টয়োটা করলাক্রস গাড়ীসহ সমস্ত মালামাল উদ্ধার করা হয়েছে।

গত ১০ অক্টোবর দুপুর অনুমান ১২.১৫ ঘটিকার সময় খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিং এর গলিতে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দল সাংবাদিক পরিচয় দিয়ে বাদীর চার তলা বাসায় প্রবেশ করে। দুইজন মহিলসহ বাদীকে ধারালো ছোরা দিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘন্টা ধরে ডাকাতি করে। ডাকাত দল বাদীর বাসা হতে, ০১টি করলা ক্রস হাইব্রিড ২০২২ মডেল নতুন গাড়ি মূল্য ৪৫,০০,০০০/- (পয়তাল্লিশ লক্ষ) টাকাসহ বেশ কিছু মালামাল ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় খুলশী থানা মামলা নং-০৬, তারিখ-১১/১০/২০২৫ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

পরবর্তীতে মামলাটি মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, উপ-পুলিশ কমিশনার, ডিবি (উত্তর-দক্ষিণ) এর নিকট ন্যস্ত করেন। ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন রাজু এর উপর অর্পণ করেন। মামলাটি ডিসি ডিবি (উত্তর-দক্ষিণ) এর নেতৃত্বে ২৪ ঘন্টার মধ্যে ডিবির একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা, ইপিজেড থানা কোতয়ালী থানা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ১। আব্দুল মতিন রাসেল (৩৫), ২। আশরাফুল ইসলাম সাহেদ (২৯), ৩। মমিন (২৮), ৪ । শারমিন আক্তার রিমা (৩০), ৫। নুর মোহাম্মদ সাব্বির ৫ রকি (২২), ৬। মোঃ রোবেল হোসেন (৩১), ৭। মোঃ ফয়সাল (২২)’দেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ডাকাতি হওয়া ১। ০১টি TOYOTA COROLLA CROSS HYBRIDS, MODEL: 2022 COLOR: SILVER, CHASSIS NO ZVG11-1043012, ENGINE NO: 2ZR 2143990, CC:1790, রেজি নং-আবেদীত উদ্ধার করা হয়।
এছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য যে, পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email