
শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা। পরে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়।
শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদের ২৬ জন নির্বাচিত প্রতিনিধি শপথ নেন।
এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের মোট ২৩৬ জন প্রতিনিধি শপথ নেওয়ার কথা থাকলেও অনেকেই উপস্থিত ছিলেন না।
চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদের মধ্যে ২৪টিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। একটি পদে জয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং একটি পদে জয়ী হন ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী।
ভিপি হিসেবে শপথ নেন ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য বরাদ্দ রয়েছে ১০টি হল ও একটি হোস্টেল। ছাত্রীদের জন্য রয়েছে ৫টি হল। ১৪টি হল সংসদে ১৬ জন করে প্রতিনিধি এবং একটি হোস্টেল সংসদে ১২ জনসহ মোট ২৩৬ জন প্রতিনিধি নির্বাচিত হন।
চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করানো। আমরা সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠানটি খুব সুন্দর পরিবেশে সম্পন্ন করেছি। এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হলো।