চন্দনাইশে কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান

চন্দনাইশে কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ অনুষ্ঠান

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ি কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বাদে এশা গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে কলেজ গেইট ব্যবসায়ি কল্যাণ সমিতির আয়োজনে প্রবীণ ব্যবসায়ি অলি আহমদ সওদাগরের সভাপতিত্বে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজ গেইট ব্যবসায়ি কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোজাম্মেল হক তালুকদার। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শপথ পাঠ করার গাছবাড়িয়া নি.গৌ.সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সরওয়ার আহসান এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো.কমরুদ্দিন, কাজী কুতুবউদ্দিন, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার এসআই রাকিব হাসান, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email