
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডা-র সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, তারা নাকি ইতিমধ্যেই গোপনে বাগ্দান সম্পন্ন করেছেন এবং দীপাবলি উৎসবও একসঙ্গে উদ্যাপন করেছেন। যদিও এ নিয়ে দুজনের কেউ আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, সম্প্রতি রাশমিকা এক সাক্ষাৎকারে সম্পর্ক ও জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়।
জীবনসঙ্গীর মধ্যে কী ধরনের গুণ চান— জানতে চাইলে তিনি বলেন, “আমি চাই এমন একজনকে, যিনি জীবনের প্রতিটি ধাপে আমার পাশে থাকবেন। তার সঙ্গে থাকলে যেন নিরাপত্তা অনুভব করি।”
এ ছাড়াও তিনি আরও বলেন, “আমার সঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল হতে হবে। মনে দয়া, মায়া, সম্মান ও যত্ন থাকতে হবে। সহানুভূতি না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন।”
২০১৮ সাল থেকেই রাশমিকা ও বিজয়ের ঘনিষ্ঠতার খবর শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত তাদের কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। বলিউডের গুঞ্জন অনুযায়ী, গত ৩ অক্টোবর হায়দরাবাদের নিজ বাসায় পরিবারের উপস্থিতিতে আংটি বদল করেছেন এই জুটি। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই তাদের বিয়ের আয়োজন হতে পারে।







