
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে অবস্থানরত পথশিশু, দুস্থ-দরিদ্র মানুষ ও রিক্সা চালকদের মঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মানবিক উদ্যোগটি নেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সভাপতি আলাউদ্দীন মহসিনের জন্মদিন উপলক্ষে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিনের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে খাবার ও উপহার সামগ্রী বিতরণ কালে ছাত্রদল নেতা হাবিব দৈনিক দিনকালের চবি প্রতিনিধি আল ইয়ামিম আফ্রিদি কে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা মানুষের কল্যাণের জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করে। আমরা মহসিন ভাইর জন্মদিন উপলক্ষে মানবিক ব্যতিক্রমধর্মী কিছু কাজ করতে চেয়েছিলাম। ক্যাম্পাসে অবস্থানরত পথশিশু ও রিক্সা চালকদের মধ্যে খাবার ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে তা সম্পন্ন করি।
এ বিষয়ে ছাত্রদল নেতা তানভীর হাসান বলেন, মানবিক কার্যক্রম করা আমাদের সংগঠনের আদর্শের অংশ। আমরা তৃণমূল পর্যায়ের সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করে চলি। পথশিশুরা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারাও মানুষ তারাও সুন্দরভাবে বাঁচতে চায়। আমাদের এই উপহার পেয়ে তারা অনেক আনন্দিত। আমার দেখা ক্যাম্পাসে প্রথম জন্মদিন উপলক্ষে এটি একটি ব্যতিক্রমধর্মী মানবিক কাজ। যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সম্পন্ন করেছি। আমাদের এ ধরনের মানবিক কাজ চলমান থাকবে।







