
দীর্ঘ ১৬ বছরে দায়িত্বে থাকা ব্যক্তিরা সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন করেছেন বলে মন্তব্য করেছেন দি ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর।
তিনি বলেন, এখানে যারা দায়িত্বে ছিলেন তারা দক্ষতা দিয়ে নয়, বরং নিজেদের পরিচয় বানাতেই কাজ করেছেন। এই প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক যারা ছিলেন, তারা এই পেশাকে এমনভাবে ভুলুণ্ঠিত করেছেন যে আজ সমাজে সাংবাদিকদের নাম উচ্চারণ করা হয় গালি দিয়ে।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওসমান গণি মনসুর আরও বলেন, আমাদের নতুনভাবে পথচলা শুরু করতে হবে। বাধা-বিপত্তিতে ভয় পেলে সফলতা অর্জন সম্ভব নয়। আগে নিজেকে চিনতে হবে, নিজের কাজ দিয়ে পরিচয় গড়ে তুলতে হবে। একশটা ভালো কাজের দরকার নেই, একটি ভালো কাজই পারে মানুষকে চিনিয়ে দিতে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সিনিয়র সদস্য মুস্তফা নঈম, মইনুদ্দীন কাদেরী সওকত, মো. শহীদুল ইসলাম, মাহবুবুল মওলা রিপন, মাহবুবুর রহমান, শাহ নেওয়াজ রিটন, সোহাগ কুমার বিশ্বাস, হাসান মুকুল, কিরন সারমা,মুহাম্মদ আজাদ, জাহাঙ্গীর আলম,সাইফি, নজরুল ইসলাম,ও গিয়াস উদ্দিন প্রমুখ।







