
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, ২০১১ সালে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল নেতা আবিদুর রহমান আবিদকে নৃশংসভাবে হত্যা করেছিল। আবিদ ৫১ তম ব্যাচের মেধাবী ছাত্র ও সংগঠক ছিল। তাকে হত্যা করা হয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো আবিদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি। তাই অবিলম্বে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।আবিদ হত্যাকারীদের বিএমডিসি রেজিষ্ট্রেশন বাতিল করে সরকারি ও বেসরকারি চাকরি থেকে অব্যাহতি দিতে হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স হলে চমেক ছাত্রদল নেতা শহীদ আবিদুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবিদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আবিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা আবিদের নামে নামকরণের দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে শহীদ আবিদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবিএম রাকিব।
শহীদ আবিদ স্মৃতি সংসদের আহবায়ক ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং চমেক ৫২ তম ব্যাচের ডা. সাদ্দাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ ডা. মো.আব্দুর রব, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব মহানগর সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম। বক্তব্য রাখেন চমেক ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়া, এনডিএফ নেতা ডা. সাইফুল আজিম সাজ্জাদ, এনডিএফের কোষাধ্যক্ষ ডা. সাইয়েদুল মোস্তাকিম, শহীদ আবিদের বড় ভাই লুৎফর রহমান, জিল্লুর রহমান, মেঝ বোন মোর্শেদা আকতার, ড্যাব নেতা ডা. নুরুল করিম চৌধুরী, ডা. ঈসা চৌধুরী, ডা. শামীম আল মামুন, ডা. ইমরোজ উদ্দিন, ডা. রিফাত কামাল রনি, ডা. মোনাইম ফরহাদ, ডা. আসহাব মেহেরাজ আসিফ, ডা. সামিয়ুল করিম, ডা. মেহেদী হাসান, চমেক ৬৩ ব্যাচের ছাত্র সাইফুল ইসলাম ইমন প্রমুখ।







