ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে: ডা. রেজাউল করিম

ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে: ডা. রেজাউল করিম

‘জনগণ জেগে উঠেছে। সাধারণ মানুষও এখন সচেতন। আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ।’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা এটিএম রেজাউল করিম।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইছাখালিতে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন।

ডা. রেজাউল করিম বলেন, ‘আমি একজন চিকিৎসক। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে মোটিভেশান করে আরেকটি পূর্ণাঙ্গ হাসপাতাল করা। পাশাপাশি এরকম উত্তর রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় দু’টি হাসপাতাল করা।’

নির্বাচনী প্রচারনায় জনগণের কেমন সাড়া পাচ্ছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। তাছাড়া সাংবাদিক হিসেবে আপনারও দেখতেছেন আমি কেমন অভাবনীয়ভাবে সাড়া পাচ্ছি। জনগণ আমাদের পাশেই আছে, যেদিকে যাচ্ছি সরব সাড়া পাচ্ছি। কারণ আমিতো গত ২০ বছর ধরে রাঙ্গুনিয়ার মানুষের সাথেই ছিলাম।’

এসময় তিনি সড়ক বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, রোগী-স্বজনসহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। এসময় জামায়াত প্রার্থী সাধারণ মানুষের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। দলীয় কর্মীরা ব্যবসায়ী ও সাধারন মানুষের হাতে লিফলেট তুলে দেন।

এসময় ডা. এটিএম রেজাউল করিমের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলম, পৌর জামায়াতে সভাপতি আ জ ম ওমর, উপজেলা যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেন, যুব বিভাগের সেক্রেটারি মহিউদ্দিন বাবুসহ উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতাকর্মীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email