সবুজ বিদ্যালয় ও বাসযোগ্য নগর গড়তে শিক্ষার্থীরাই প্রধান চালিকা শক্তি

সবুজ বিদ্যালয় ও বাসযোগ্য নগর গড়তে শিক্ষার্থীরাই প্রধান চালিকা শক্তি

পরিচ্ছন্ন ও সবুজ নগর গঠনে পরিবর্তনের সূচনা হতে পারে বিদ্যালয় থেকেই – এই ভাবনাকে সামনে রেখে এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৫-এর তৃতীয় দিনে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব কর্মসূচি “গ্রিন ফুটপ্রিন্টস, আরবান গ্রিনিং”। নগরীর ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে এসডিজি ইয়ুথ ফোরাম ও পরিবেশবাদী সংগঠন “১ টাকায় বৃক্ষরোপণ”-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা’র সহযোগিতায় সাতদিনব্যাপী এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেয় সবুজ বাগান গঠন, বৃক্ষরোপণ, শ্রেণিকক্ষ ও মাঠ পরিচ্ছন্নতা, সচেতনতামূলক আলোচনা এবং ‘সবুজ প্রতিশ্রুতি’ কর্মযজ্ঞে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন “১ টাকায় বৃক্ষরোপণ” এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল্লাহ্ ইয়াছিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, ‘১ টাকায় বৃক্ষরোপন’ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি সৈয়দ আশফাক, প্রধান নির্বাহী সদস্য মোহাম্মদ আবু তাহের, সদস্য একরামুল আহমেদ ওয়াজিদ, নুসাবাহ বিনতে আলতাফ, এসডিজি ইয়ুথ ফোরাম’র নেতৃবৃন্দ যথাক্রমে রায়হান ইসমাইল, আবিরুল হক আবির, মোঃ মাসুদ প্রমুখ। বক্তারা বলেন, “যখন চতুর্দিকে পরিবেশ বিপন্ন, তখন শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগ নগরীর পরিবেশ পুনরুদ্ধারে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। পরিবেশবান্ধব শিক্ষা, পরিবেশ চর্চা, দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে আরও সক্রিয় হতে হবে।” তারা আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় অগ্রসর হলো এসডিজি লক্ষ্য ১১ (টেকসই নগর ও সম্প্রদায়) এবং লক্ষ্য ১৩ (জলবায়ু কার্যক্রম) অর্জনের পথে এক ধাপ।
উল্লেখ্য, আজ ২৮ অক্টোবর ফেস্টিভ্যালের চতুর্থ দিনে চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে সকাল ১০টায় একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email