রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র ২০তম চার্টার ও ফ্যামিলি নাইট উদ্যাপন

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র ২০তম চার্টার ও ফ্যামিলি নাইট উদ্যাপন

রবিবার ২৬ অক্টোবর চট্টগ্রাম সিএমপি অফিসার্স ক্লাব এর অডিটোরিয়ামে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র ২০তম চার্টার ও ফ্যামিলি নাইট ২০২৫ উদ্যাপন করা হয়। রোটারিয়ানদের ঐক্য, বন্ধন ও মানবিক কার্যক্রমের এক অনন্য উদাহরণ রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি। ক্লাবের ২০ বছরের এই যাত্রা ছিল সেবার, আন্তরিকতার এবং সামাজিক দায়বদ্ধতার। এই দীর্ঘ পথচলার আনন্দঘন মুহূর্ত উদ্যাপন অনুষ্ঠানে ক্লাব সভাপতি রোটারিয়ান এডভোকেট মোহাম্মদ এমাদাদুর রহমানের’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন রোটারিয়ান পিপি মোহাম্মদ আরমান। পরবর্তীতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে শুরু হয়। রোটারি প্রত্যেয় পাঠ করেন আইপিপি জাহেদুল ইসলাম।অনুষ্ঠান চেয়ারম্যান পিপি জাকির হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রয়াত রোটারিয়ানদের স্মরণ করেন এবং বর্তমান রোটারি কার্যক্রম তুলে ধরেন সবার কাছে। রেজিষ্ট্রেশন চেয়ার পিপি ওমর ফারুক র‌্যাফেল ড্র পরিচালনা করেন। রোটারি পরিবারের শিশু কিশোরদের হাতে বই তুলে দেন পিপি ছাইফুল হুদা সিদ্দিকী। অনুষ্ঠানে স্মৃতিমূলক বক্তব্য রাখেন পিপি এইচ এম ফেরদৌস, চ্যার্টার সেক্রেটারি পিপি এসএম আবু সুফিয়ান, পিপি ইঞ্জিনিয়ার আবু নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল হাসান, পিপি মোহাম্মদ ইমরান, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়–য়া ও মোঃ ইলিয়াস চৌধুরী। এডভোকেট শমসের তাবরীজ, এহসান মাহমুদ আলম, মোঃ হাসান মুরাদ, রোটার‌্যক্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মো: নাজমুল হক ও রমিজ উদ্দিন। সেই সাথে ২১তম চার্টার ও ফ্যামিলি নাইটের কেক কাটা হয়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email