মেধাবী ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে : মেয়র ডা. শাহাদাত

মেধাবী ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে : মেয়র ডা. শাহাদাত

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিই একজন শিক্ষার্থীর সফলতার মূল ভিত্তি। আজকের এই কৃতী ছাত্রীরা কেবল বিদ্যালয়ের নয়, গোটা দেশের গর্ব। তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতি বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করবে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এইচ.এস.সি.-২০২৫ এর কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় সবসময় চমৎকার ফলাফল অর্জন করে আসছে। এটি সম্ভব হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অদম্য ইচ্ছাশক্তি ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার কারণে। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য আমাদের সবার জন্য গর্বের।
বক্তব্যে তিনি বিশেষভাবে প্রশংসা করেন কৃতী ছাত্রী স্নেহার, যিনি এস.এস.সি.-তে ৪.৭৮ পেলেও অদম্য ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে এইচ.এস.সি.-২০২৫ পরীক্ষায় বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন। মেয়র বলেন, “স্নেহা প্রমাণ করেছে—দৃঢ় মনোবল ও পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয়। সে শুধু নিজের নয়, এই বিদ্যালয়ের মর্যাদাও বাড়িয়েছে।”
মেয়র বলেন, আমাদের ছাত্রীরা আজ বিশ্বজুড়ে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। তবে আমি চাই তারা যেখানেই যাক, দেশকে যেন ভুলে না যায়। বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও জ্ঞান দেশে এনে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। দেশপ্রেমই হবে তাদের মূল প্রেরণা।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অভাব, অনটন ও দুর্নীতি থাকবে না—মানুষ পাবে তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। সেই বাংলাদেশ নির্মাণে আজকের এই মেধাবী প্রজন্মেরই ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বক্তব্যে মেয়র ঘোষণা দেন, এইচ.এস.সি.-২০২৫ বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় স্নেহাকে ‘জিয়া রহমান ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে। ফাউন্ডেশনের চট্টগ্রাম চিফ কো-অর্ডিনেটর হিসেবে আমি নিজ হাতে তার বাবার কাছে পুরস্কারটি হস্তান্তর করব।
এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের আরও ৩৫ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জয়নাল আবেদীন এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আরিফ উল যাহান চৌধুরী।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কৃতী ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email