
চট্টগ্রাম নগরের পাঠানটুলি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সরকারি কমার্স কলেজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগ্রাবাদে টিপুর অফিসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখনো অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’







