মেয়েদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতার প্রসার ঘটাতে হবে- কচি

মেয়েদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতার প্রসার ঘটাতে হবে- কচি

এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশন ২০২৫-এর পঞ্চম দিনে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো “আমার স্বাস্থ্য, আমার অধিকার” শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং কর্মশালা। এটি যৌথভাবে আয়োজন করেছে এসডিজি ইয়ুথ ফোরাম ও রোটার‌্যাক্ট ক্লাব। বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এবং রোটার‌্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি’র সহযোগিতায় অধ্যক্ষ আবু তালেব বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। মূখ্য আলোচক ছিলেন রোটারীয়ান রুহেলা খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটার‌্যাক্টর সিপি ওয়াহিদ মুরাদ, রোটার‌্যাক্টর ডাঃ হারুনুর রশীদ আকাশ, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সদস্য রাইহান ইসমাইল, নারী উদ্যোক্তা ফারহানা হক, এমআরটি ক্লাবের সদস্য পরি ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, মেয়েদের মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের নি আয়ের অনেক নারী মাসিক প্যাড কিনতে এখনো অক্ষম ।

৯১% নারী নির্ভর করছেন পুরনো কাপড় বা অপরিচ্ছন্ন বিকল্পে। সঠিক শিক্ষা ও সুযোগ দিলে মেয়েদের স্কুলে উপস্থিতি বাড়ানো সম্ভব। রোটারিয়ান রুহেলা খান চৌধুরী বলেন, মাসিককাল লজ্জার বিষয় নয়, এটি স্বাভাবিক জীবনচক্রের অংশ। তথ্য ও সুযোগের মাধ্যমে মেয়েদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা অপরিহার্য। মাসিক পরিচ্ছন্নতার সঠিক নিয়ম, উপলব্ধ পণ্য ও পরিবেশ-বান্ধব বিকল্প, পুনঃব্যবহারযোগ্য স্যানিটারী প্যাড ব্যবহারের গুরুত্ব এবং স্কুলে ‘মাসিক বন্ধু কর্নার’ গঠনের উপর গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারীরা। মেয়েদের আত্মবিশ্বাস বাড়ানো, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং সুস্থ, মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে আহবান জানান অতিথিবৃন্ধ। উল্লেখ্য, সমাপ্তিতে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email