আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী খাজা আজমীর স্টোরকে ১০ হাজার টাকা ও রেজাউল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্য দোকান মালিকদেরও সতর্ক করা হয়। পাশাপাশি সকল দোকানদারকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ধূমপান ও তামাকজাত পণ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, বিদ্যালয়ের আশপাশে কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email