
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে চাতরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী খাজা আজমীর স্টোরকে ১০ হাজার টাকা ও রেজাউল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্য দোকান মালিকদেরও সতর্ক করা হয়। পাশাপাশি সকল দোকানদারকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ধূমপান ও তামাকজাত পণ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, বিদ্যালয়ের আশপাশে কোনোভাবেই শিক্ষার্থীদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







