নুসরাত ফারিয়ার নতুন চমক

নুসরাত ফারিয়ার নতুন চমক
সব মাধ্যমে নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে বরাবরই আলোচনায় থাকেন মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গানেও নিজেকে রাখেন আলোচনায়। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ ঘটে তার। এরপর এক এক করে চারটি গান প্রকাশ করেন ফারিয়া। এবার বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই ছবির এই নায়িকা। অনেক চমকে ভরা থাকবে তার সেই গান।
দর্শকদের জন্য ফারিয়া এবার ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও উপহার দিতে চান বলে জানান। সেভাবেই নাকি নিচ্ছেন প্রস্তুতি।
সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া বলেন, ‌‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং তা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই, যা দর্শককে চমকে দেবে। নতুন কিছু দেখার অনুভূতি দেবে। এজন্য সময় লাগছে।’
তিনি জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্ট সুন্দরভাবে এগোচ্ছে।
ফারিয়া আরও বলেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই দারুণ হবে। কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর করতে পারি।’
সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দাতেও ফিরবেন বলে জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email