
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার উত্তর শেষ অংশ ধুমঘাট ব্রিজের পাশে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর মধ্যে ২ জন নিহত হয়েছেন। এবং বাকি ১ জনের অবস্থা ও আশংকা জনক।
সূত্র জানায় , 30 অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টার দিকে মীরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানা গেইটের সামনে একটি দ্রুতগামী ট্রাক কারখানায় প্রবেশের সময় একটি গাড়ি কে ধাক্কা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার সময় রাসেল, শাহীন ও ইউসুফ মোটরসাইকেল নিয়ে ট্রাকটি কে ধাওয়া করে। ঘটনাস্থল ধুমঘাট ব্রিজ অতিক্রম করার সময় উক্ত ট্রাকটি তাদের মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা ৩ জন। আশপাশের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে কর্তব্যরত: ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। এবং বাকি ২ জন ইউসুফ ও শাহীন এর অবস্থা আশংকা জনক দেখা দেয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মেডিকেলে নেয়ার পথে শাহীন ও মারা যায়। বর্তমানে ইউসুফ ও মৃত্যুর সাথে লড়ছে বলে জানা গেছে।
নিহত রাসেল মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনা পাহাড় এলাকার বাবুল মিয়ায় পুত্র। নিহত অপরজন শাহীন বিএসআরএম কারখানার গাড়ি চালক বলে জানা গেছ।







