মীরসরাইয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মধ্যে ২জন নিহত, বাকি ১জন আহত

মীরসরাইয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মধ্যে ২জন নিহত, বাকি ১জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার উত্তর শেষ অংশ ধুমঘাট ব্রিজের পাশে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর মধ্যে ২ জন নিহত হয়েছেন। এবং বাকি ১ জনের অবস্থা ও আশংকা জনক।
সূত্র জানায় , 30 অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩ টার দিকে মীরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানা গেইটের সামনে একটি দ্রুতগামী ট্রাক কারখানায় প্রবেশের সময় একটি গাড়ি কে ধাক্কা দিয়ে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার সময় রাসেল, শাহীন ও ইউসুফ মোটরসাইকেল নিয়ে ট্রাকটি কে ধাওয়া করে। ঘটনাস্থল ধুমঘাট ব্রিজ অতিক্রম করার সময় উক্ত ট্রাকটি তাদের মোটরসাইকেল কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা ৩ জন। আশপাশের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে কর্তব্যরত: ডাক্তার রাসেলকে মৃত ঘোষণা করেন। এবং বাকি ২ জন ইউসুফ ও শাহীন এর অবস্থা আশংকা জনক দেখা দেয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মেডিকেলে নেয়ার পথে শাহীন ও মারা যায়। বর্তমানে ইউসুফ ও মৃত্যুর সাথে লড়ছে বলে জানা গেছে।
নিহত রাসেল মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনা পাহাড় এলাকার বাবুল মিয়ায় পুত্র। নিহত অপরজন শাহীন বিএসআরএম কারখানার গাড়ি চালক বলে জানা গেছ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email