চিটাগাং চেম্বার নির্বাচন দুই সপ্তাহ স্থগিত

চিটাগাং চেম্বার নির্বাচন দুই সপ্তাহ স্থগিত

শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন দুই সপ্তাহ স্থগিত করেছেন আদালত। ফলে আগামী শনিবার (১ নভেম্বর) চিটাগাং চেম্বারের নির্বাচন হচ্ছে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিটাগাং চেম্বারের নির্বাচন স্থগিত থাকবে বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের একজন আইনজীবী।

চট্টগ্রাম চেম্বারের ট্রেড ও টাউন গ্রুপের অকার্যকর সদস্যের নির্বাচনে অংশগ্রহণ বাদ দিতে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। আদালতেও এ বিষয়ে রিট করেন তিনি।

চট্টগ্রাম চেম্বারের সদস্যদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ৬ জন সহযোগী শ্রেণিতে এবং ৩ জন টাউন অ্যাসোসিয়েশন ও ৩ জন ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুই সহসভাপতি। তবে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার পরিচালক হওয়ার পথে ছিলেন তিনজন করে মোট ছয়জন, তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

২০১৩ সালে সর্বশেষ চিটাগাং চেম্বারে ভোটের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছিল। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email