
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসে চাকসু আলাওল হল নবনির্বাচিত ছাত্র সংসদের উদ্যোগে আলাওল হলে ইন্টারনেট সমস্যার স্থায়ী সমাধানে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুতে সহযোগিতা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি তরুণ রাজনৈতিক সাঈদ আল নোমান।
দুই সপ্তাহ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু (CUCSU) নবনির্বাচিত নেতৃবৃন্দ সাঈদ আল নোমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। ওই আলোচনায় আলাওল হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার কথা উঠে আসে। আজ সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে —যা আলাওল হলের শিক্ষার্থীদের জন্য এক আনন্দের দিন।
সাঈদ আল নোমান বলেন, “শিক্ষা ও প্রযুক্তি একসাথে এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। স্টারলিংকের উচ্চগতির এই সংযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং ক্যাম্পাসে গবেষণা ও শিক্ষার পরিবেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।চবির শিক্ষার্থীরা যেন বিশ্বমানের সুযোগ-সুবিধা পায় সেটাই আমাদের লক্ষ্য।”
এসময় উপস্থিত ছিলেন আলাওল হলের ভিপি রাকিবুল বশর,জিএস নুরনবী হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইফতেখার আসিফ, সম্মানিত সদস্য হাবিব পাটওয়ারী, এবং সদস্য ইসমাইল হোসেন আলভি প্রমুখ।







