
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীর দল নয়, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মাবলম্বীর দল। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। বিএনপি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রেইনবো ন্যাশন গড়ে তুলবে, যা জাতিকে ইনক্লুসিভ ও পজিটিভ বাংলাদেশ উপহার দেবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের সব নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চান। বিএনপির ৩১ দফা কর্মসূচির ১৬ নম্বর দফায় উল্লেখ করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান।
এজন্য তিনি সকলকে তারেক রহমানের পাশে থেকে সহযোগীতার আহবান জানান ।
তিনি শনিবার (১ নভেম্বর) বিকেলে নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গ আশ্রমে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে সনাতনী নারী শক্তির উদ্যোগে সনাতনী নারী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
“ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এবং কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি” এই মূলমন্ত্রকে সামনে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারী উন্নয়ন, রেইনবোনেশন এবং সকল ধর্মের মানুষের নিরাপত্তা শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে সনাতনী নারী শক্তি।
মতবিনিময় সভায় আবুল হাশেম বক্কর বলেন, ধর্ম, ভাষা, সংস্কৃতি, গোত্র নির্বিশেষে অমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে স্বাধীনতা পরবর্তীকালে তৎকালীন আওয়ামী সরকার শুধুমাত্র বাংলা ভাষা ও সংস্কৃতি কেন্দ্রিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে অন্যান্য ভাষা, সংস্কৃতি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অস্বীকার করেছিল। যার পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরর্বতীতে সব ধর্ম, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছিলেন। আর আওয়ামী লীগ বাংলাদেশি জাতীয়তাবাদের এই মর্মবাণী অপব্যাখ্যা করে অন্যান্য ধর্মাবলম্বী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিভ্রান্ত করেছে।
চট্টগ্রাম জেলা সৎসঙ্গের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা ঝিনু প্রভা দাশের সভাপতিত্বে ও সৎসঙ্গের সদস্য নয়ন মনি দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জেলা সৎসঙ্গের সিনিয়র সহ সভাপতি সজিব সিংহ রুবেল, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, জেলা সৎসঙ্গের সহ সভাপতি তপন কান্তি দত্ত, সাধারন সম্পাদক সুমন ঘোষ বাদশা, সি. যুগ্ম সম্পাদক লায়ন অনিমেষ রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক অমল দাশ, বিভু চক্রবর্তী, বিশিষ্ট সৎসঙ্গী ত্রিদিপ দাশ, উপস্থিত ছিলেন পাপড়ি কারন, লিপি তালুকদার, রুদ্র কেয়া চৌধুরী, সুচিতা ধর, শেলী বিশ্বাস, মীরা খাস্তগির, কৃষ্ণা পাল, শেফালী শীল, অঞ্জনা দে প্রমূখ।







