সাত মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানায় উৎপাদন শুরু

সাত মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানায় উৎপাদন শুরু

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১১ এপ্রিল থেকে কারখানার উৎপাদন বন্ধ ছিল। এ সময় প্রায় ৭০০ কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয় এবং এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর বেতন ও অন্যান্য ব্যয়ে প্রতি মাসে গড়ে সাড়ে তিন কোটি টাকা ব্যয় হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গত ১৯ অক্টোবর থেকে পুনরায় গ্যাস সরবরাহ চালু করলে, যান্ত্রিক প্রস্তুতির পর কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদনে ফেরে।
ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে দ্রুত পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো সম্ভব হবে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email