
প্রার্থী ও রাজনৈতিক দলের চূড়ান্ত আচরণ বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইতোমধ্যে আচরণবিধি চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে। গেজেট প্রকাশের পরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে।’
আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন চায়, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণের আস্থা অর্জনকারী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এজন্য কমিশন সংলাপকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করছে।’
রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মতামতও নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সংলাপে আচরণবিধির বাস্তব প্রয়োগ, প্রার্থীদের আচরণ, প্রচারণার নিয়ম, নির্বাচনী ব্যয় ও মিডিয়ার ভূমিকা-এসব বিষয় নিয়ে আলোচনা হবে। কমিশন চায় সংলাপ শেষে একটি গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক আচরণবিধি কার্যকর করা।’
এসময় পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে— আপনারা জানেন, আমাদের প্রবাসী ভোটার অ্যাপ (পোস্টাল ভোট বিডি) উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে।







