স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশনেত্রী বেগম জিয়া কখনো আপস করেননি : গিয়াস কাদের চৌধুরী

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশনেত্রী বেগম জিয়া কখনো আপস করেননি : গিয়াস কাদের চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। পতিত ফ্যাসিবাদী গং তাঁকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিল, কিন্ত মহান সৃষ্টিকর্তার দয়া ও জনগনের দোয়ায় আজ দেশের মাটিতে স্বগৌরবে তিনি চিকিৎসা গ্রহন করছেন। মহিয়সী প্রিয় এই নেত্রীর সুস্থতার জন্য সকল ধর্মের কোটি কোটি মানুষ আজ মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় কায়মনোবাক্যে সমান ভাবে প্রার্থনা করছেন।
আজ ১২ ডিসেম্বর বাদে জুমা গহিরাস্থ বাসভবনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আর‌ও বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ও গনতন্ত্র চর্চার একটি প্রতিষ্ঠানের নাম‌ই হচ্ছে বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি, দীর্ঘায়ু, রোগমুক্তি কামনায় কোরানখানি ও মিলাদ মাহফিল পরবর্তী বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ দিদারুল আলম ।
দোয়া মাহফিলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি তছলিম উদ্দিন ইমনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মী ছাড়াও রাউজানের গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email