শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় খেলতে পাঠান: মেয়র ডা. শাহাদাত

শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় খেলতে পাঠান: মেয়র ডা. শাহাদাত

শিশুদের মনোদৈহিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ডা. শাহাদাত হোসেন।
গতকাল শুক্রবার নগরীর বন্দর স্টেডিয়ামে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের তিন দিনব্যাপী (১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহবান জানান।
মেয়র বলেন, শিশুদের মনোদৈহিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখা প্রয়োজন। সিটি কর্পোরেশন ইতোমধ্যে নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নগরের মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহতে ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন মাঠ বদলে যাচ্ছে এ উদ্যোগের অংশ হিসেবে। শিশুদের মনোদৈহিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখা প্রয়োজন।
‘‘পড়ালেখার পাশাপাশি খেলাধুলা না করলে সুস্থ মন ও দেহ গঠন সম্ভব নয়। “সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি”—এই দর্শন বাস্তবায়নে নগরে খেলার মাঠ বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে। গত ১৬ বছরে সমাজের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি কিশোর গ্যাং সংস্কৃতি। তরুণদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করলে তাদের সঠিক পথে আগানো সহজ হবে।’
তিনি বলেন, ‘সুস্থ দেহ, সুস্থ মন’- এটি আমাদের জীবনের জন্য চিরন্তন সত্য। শারীরিক সুস্থতা ছাড়া মানসিক সুস্থতা বজায় রাখা অসম্ভব, যার সরাসরি প্রভাব পড়ে পড়াশোনায় মনোযোগের উপর। প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও দেশাত্মবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে যে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন বর্তমান প্রজন্ম দেখিয়েছে, তা বাস্তবায়নকল্পে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজয়ের মাসে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তাঁর সহযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের আরেক অকুতোভয় বীর, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক প্রিন্সিপাল, মরহুম লে. কর্নেল (অব.) মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ; বীর উত্তমসহ সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব, জনাব মোঃ গোলজার আলম (আলমগীর), স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, উপাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email