তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

তিন বাহিনী প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনী প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টায় নির্বাচন ভবনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যোগ দিতে দুপুর ১২টার আগেই একে একে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ তাঁদের অভ্যর্থনা জানান। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা ছক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিন বাহিনী প্রধানের সাথে ব্যক্তিগত বৈঠকের পর আজ দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আরেকটি উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত থাকবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে। এছাড়া নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের রূপরেখা ও অন্যান্য প্রাসঙ্গিক নিরাপত্তা ইস্যু নিয়ে এই বৈঠকগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email