মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

মীরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

মীরসরাইয়ে বড়তাকিয়া চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সাইডলাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷

‎শনিবার (৩০ আগস্ট ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী টিম এসে চাকা লাইনের উপর তোলার কাজ শুরু করে।

‎বড়তাকিয়া রেল স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।

‎বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী টিম এসে চাকা লাইনের উপর তুলতে সক্ষম হয়েছে৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email