পানির কারখানার আড়ালে চট্টগ্রামে তৈরি হচ্ছে নকল পাওয়ার অয়েল

পানির কারখানার আড়ালে চট্টগ্রামে তৈরি হচ্ছে নকল পাওয়ার অয়েল

পানির কারখানার আড়ালে নকল পাওয়ার স্টিয়ারিং অয়েল তৈরির অপরাধে সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই কারাখানায় বিএসটিআইয়ের অনুমোদনও নেই। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে দুটি ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) নগরীর খাজা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
জানা গেছে, খাজা রোড এলাকায় বিএসটিআই অনুমোদন ছাড়া পানি প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ করছিল সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার। এমনকি পানির ফ্যাক্টরির আড়ালে নিজস্ব নামে নকল স্টারিং পাওয়ার অয়েল তৈরির কারণে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হলকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি করায় আল হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email