
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত ইছামতী নদী থেকে ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক ও নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে
দক্ষিণ রাজানগর স্থানীয় ২ ও ৩ নং ওয়ার্ডের ইছামতী নদীর তীরবর্তী শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়া পাড়া ও গুলবাগিচা গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকায় ইছামতী নদী থেকে ইজারার দোহাই দিয়ে বালু উত্তোলন করে আসছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলমের সিন্ডিকেট। আগস্টের পটপরিবর্তনের পর ইজারার হাতবদল হয়ে বালুর ইজারা নেন পৌরসভা বিএনপির প্রভাবশালী নেতা। উক্ত প্রভাবশালী মহলটি যেই জায়গায় ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনের পরিকল্পনা করছেন। এরতীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় নিয়ে উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগও করেছেন স্থানীয়রা।
মানববন্ধন বক্তারা আরও বলেন, পূর্বের ‘প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় নদীর পাড় ভেঙে গেছে, গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে অসুস্থ রোগী ও বিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। শিগগিরই সরেজমিন তদন্ত করে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় বক্তব্য দেন স্থানীয় মহিলা ইউপি সদস্য রুবি আক্তার, এলাকায় প্রবীণ ব্যাক্তি ওয়াকিল আহমদ, লোকমান সওদাগর, সৈয়দুর রহমান, ডা. কাজল, ফরহাদ, মুহাম্মদ মোজাম্মেল, সাজ্জাদ, জামাল, জসিম, জামশেদ, জমির, নয়ন, রাসেল নাথ, রাজু, ইমরান প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও এলাকার সড়ক ও বসতবাড়ি নদী ভাঙন কবল থেকে রক্ষা পাবে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, নদী থেকে ‘অবৈধভাবে বালু তোলা বন্ধ করা হয়েছে। আজ দক্ষিণ রাজানগর থেকে বালু উত্তোলন বন্ধে একটি লিখিত আবেদন পেয়েছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







