মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ – সাঈদ আল নোমান

মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ - সাঈদ আল নোমান

২০ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে বেলা ১১ টায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিটার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ত্রি-বার্ষিক “সম্মেলন ২০২৫” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আরো উন্নত হোক সেটা নিয়ে আমরা কাজ করতে চাই।আমাদের সমাজে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে। মাদ্রাসা শিক্ষা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমন একটি দেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো বিভক্তি থাকবে না।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোঃ শান্ত ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন,নিষ্টা ফাউন্ডেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এম এ সবুর, চট্টগ্রাম জেলা ও দায়েরা জজ আদালতের সাবেক এপিপি এডভোকেট খাদেমুল ইসলাম,চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তহিনুর আলম টিটু এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিটার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক অধ্যাপক মোঃ তাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব ও সদস্য সচিব অধ্যাপক মোঃ খোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ অলি উল্লাহ সঞ্চালনা করেন।

সম্মেলন শেষে অধ্যাপক মোঃ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং অধ্যাপক মোঃ খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার এসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email