
আজ ৫ অক্টোবর বোরবার শিক্ষক দিবস উপলক্ষে নগরীর স্বনামধন্য মোহরা পাইলট একাডেমি হল রুমে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা, ভালবাসায় বন্ধনের মিলনমেলা সম্পন্ন হয়। শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকবৃন্দের প্রতি ভক্তি, শ্রদ্ধায়, ভালবাসা জানান কোমলমতি শিক্ষার্থী। সর্বস্তরের শিক্ষা গুরুদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন
শিক্ষকদের মানবিক ও সামাজিক মর্যাদা সু-রক্ষিত থাকুক এবং প্রত্যেক শিক্ষা গুরু সুস্থতা জীবন যাপন প্রত্যাশায় করেন। সরকার ও সচেতন জনসাধারণ শিক্ষক সমাজের সুদৃষ্টি দিতে হবে। শিক্ষক ভালো থাকলে শিক্ষার আদান প্রদানও ভালো ভাবে হবে ইনশাআল্লাহ। শিক্ষক দিবসে আমরা প্রত্যাশা করি শিক্ষকবৃন্দ সম্মানের সহিত সমাজে বসবাস করবে। মোহরা পাইলট একাডেমির অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল এর যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু। বিশ্ব শিক্ষক দিবসে প্রেক্ষাপটে আলোচনায় অংশগ্রহণ মোহরা পাইলট একাডেমির শিক্ষক আয়েশা আক্তার ঊর্মি, কাঞ্চন বড়ুয়া হৃদয়, নাতাশা মহাজন, অথৈ বড়ুয়া,আঁখি দাশ প্রমুখ।
একই দিনে নগরীর দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলেও বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। স্কুলের পরিচালনা সোহাগ জোমাদ্দার সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।