খুলনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর খালিশপুরে পূর্ব শত্রুতার জেরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ খান খালিশপুরের হাউজিং বাজার বক্কর কলোনীর লেদু খাঁ’র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সবুজ খান সকালে বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কালাম (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৪০), পুত্র সোহেল (১৯), সুজন (১৮) ও সাগর (১৬), প্রতিবেশী নজরুল (৪৫) ও মণ্ডল (৪০) একযোগে ধারালো চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়।

তারা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email