ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময় মতো নির্বাচন হতে হবে-বক্কর

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময় মতো নির্বাচন হতে হবে-বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, যারা ষড়যন্ত্র করছে তাদের অভ্যাসই ষড়যন্ত্র করা। দেশকে পিছিয়ে নেওয়ার জন্য, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের এই দেশের অগ্রযাত্রা সহ্য হবে না। তাই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ড. ইউনূস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময় মতো নির্বাচন হতে হবে।

তিনি বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর কালা‌মিয়া বাজার ই‌পিক টাওয়ার এলাকায় ১৮ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কালা‌মিয়া বাজার ই‌পিক টাওয়ারের সাম‌নে থে‌কে শুরু করে আবদুল ল‌তিফ হাট‌খোলা, রোর্ড অ‌ফিস হ‌য়ে চেয়ারম‌্যানঘাটায় সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শের মাধ্যমে লিফ‌লেট বিতরন ও গণসং‌যোগ কর্মসূ‌চি শেষ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাই সবাইকে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক স্লোগান প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সহ সাধারন সম্পাদক ইয়া‌ছিন চৌধুরী আসু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হা‌কিম, মহানগর যুবদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক এমদাদুল হক বাদশা, অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দ মো. জ‌সিম উ‌দ্দিন, সালাউ‌দ্দিন বাসু, মো. মুছা, শাহীন আলম, মো. জা‌কির হো‌সেন, দুলাল সওদাগর, মো. শামীম আহমদ, যুবদল নেতা মো. রা‌সেদ, ‌মো. টিপু, মো. আলাউ‌দ্দিন, মো. ম‌হিউ‌দ্দিন, দে‌লোয়ার হো‌সেন, শ‌ফিউল আজম সাজু, মো. মিজান, মো. ইয়াকুব, মো. ইউনুছ, ‌মো. সাদ্দাম হো‌সেন, মো. ফ‌রিদ, মো. জা‌বেদ, ওমর ফারুক রানা, মো. সে‌লিম, মো. সো‌হেল প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email