কবর জেয়ারত করে মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

কবর জেয়ারত করে মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরের লালদীঘির পাড়ের শহর কুতুব হজরত শাহ আমানত (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন।
পরে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বয়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলে সুসংগঠিত করেছি তার প্রতিদান স্বরূপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষকে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ধানের শীষকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।মীর হেলাল বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি তার দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সে ষড়যন্ত্রে শেষ পেরেক ঠুকে দিয়েছে।ব্যারিস্টার হেলাল তাঁকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর  ও দক্ষিণ জেলার সব নেতাকর্মী সমর্থক সহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন জুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার  প্রতিশ্রুতি দেন।

পরে তিনি  হাটহাজারীর লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপির পারিবারিক কবরস্থানে তার কবর জেয়ারত করেন এবং সেখানে ফাতিহা পাঠ মোনাজাতে অংশ নেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোট ভাই ও অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেন ও তাদের নিয়ে এলাকায় গণসংযোগ করেন।সেখান থেকে মীর হেলাল তার গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা দাদি ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এর আগে দলীয় মনোনয়ন পেয়ে আজ দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম-৫ হাটহাজারী বায়েজিদ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান।এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্যসচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, জেলা বিএনপিনেতা ডা. রফিকুল আলম, আবুল ফয়েজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, জালালাবাদ ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মোহাম্মদ বেলাল, সদস্যসচিব আবদুল করিম, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক মামুনুর আলম, সদস্যসচিব আবু জাফর খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email