
আজ ০৬ নভেম্বর . (বৃহস্পতিবার) বিকাল ২:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সংস্থার সভাপতি জনাব হাসিব আজিজ বিপিএম ।
সভা শুরুতে সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় ১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়।
পরবর্তীতে সভার আলোচ্যসূচি অনুযায়ী বিষয়সমূহ উপস্থাপিত হয় এবং এসংক্রান্তে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিতভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতি মহোদয় সংস্থার উন্নয়ন, জবাবদিহিতা ও ক্রীড়ার সার্বিক অগ্রগতির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার, বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ।







