
রাউজান উপজেলার উত্তর জয়নগর বোধিদ্রুম বিহার পুনঃনির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ১২ ডিসেম্বর শুক্রবার বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তি যুদ্ধের সংগঠক,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।উক্ত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় উপ- সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতশ্রী মহাথের,আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন সহ উপ -সংঘনায়ক সুনন্দ মহথের,উদ্বোধনী ভাষন প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি জ্ঞানানন্দ মহাথের,প্রধান ধর্মদেশনা করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের,ধর্মদেশনায় অংশগ্রহণ করেন কর্মবীর করুনাশ্রী মহাথের,করুনাবংশ থের,দীপংকর থের,দেবমিত্র থের, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রদান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া,সংবর্ধিত অতিথি মিন্টু বড়ুয়া, রনজিত বড়ুয়া, ডাঃ হিমাদ্রি বড়ুয়া প্রমুখ। ভিত্তি প্রস্তর অনুষ্ঠান শেষে বৈকালিক সংঘদান ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।







