বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম  বিএনপির শ্রদ্ধা

বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম  বিএনপির শ্রদ্ধা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক ও বীর উত্তম জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের চূড়ান্ত বিজয় উপলক্ষে মহানগর বিএনপির নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় ইতিহাস স্মরণ করেন এবং বিজয়ের চেতনায় দেশ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ছৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল।
এছাড়া মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম লিমন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সুমন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, যেখানে সাধারণ মানুষের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের সাহসই বিজয় এনে দেয়। সেই যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন অগ্রগণ্য সেনানায়ক ও সংগঠক।
তাঁরা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বিদ্রোহ করে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন জিয়াউর রহমান, যা জাতিকে প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সাহস জুগিয়েছিল।
বক্তারা আরও বলেন, সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখসমরে নেতৃত্ব দিয়ে যুদ্ধের শেষ পর্যায়ে সিলেট অঞ্চলে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিশ্চিত করেন তিনি, যার স্বীকৃতিস্বরূপ পান ‘বীর উত্তম’ খেতাব।
নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা আত্মত্যাগ, সংগ্রাম ও অদম্য সাহসের ফল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সেই সংগ্রামের এক অবিনশ্বর নক্ষত্র, যাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
এসময় তাঁরা মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email