যমুনা অয়েলের নতুন এমডি প্রকৌশলী আমীর মাসুদ

যমুনা অয়েলের নতুন এমডি প্রকৌশলী আমীর মাসুদ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীনস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. আমীর মাসুদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিপিসির অধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (বিপিসিতে প্রেষণে নিয়োজিত) প্রকৌশলী মো. আমীর মাসুদকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ আদেশ অনুযায়ী তিনি ১৮ ডিসেম্বর অপরাহ্নে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে অবমুক্ত হয়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে যোগদান করবেন।

দায়িত্ব গ্রহণকালে তিনি জেওসিএলের ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্বে নিয়োজিত মো. মাসুদুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email