ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবেনা-আবু সুফিয়ান

ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবেনা-আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে পতিত আওয়ামী লীগ ও তার দেশী-বিদেশী দোসররা নির্বাচন বানচালে তৎপর হয়ে উঠেছে। ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে তারা নির্বাচন ব্যাহত করতে চায়। আমরাও দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, আগামী নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কারণ দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই আগামী নির্বাচন- জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। রাষ্ট্রীয় কাঠামোগুলো মেরামত করে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করার নির্বাচন। সে চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয়তাবাদী শক্তির সর্বস্তরের সকল নেতাকর্মী আজ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে¿ প্রতিহত করবো। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে।

গতকাল বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের ‘মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপির ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। রাষ্ট্র মেরামত ও গঠনে তারেক রহমান এর ৩১দফার বার্তা নিয়ে জনগণের কাছে যেতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি যে কর্মপরিকল্পনাগুলো গ্রহণ করেছে তা জনগণকে বুঝাতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, নকিব উদ্দিন ভূইয়া, এম এ হামিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের য্গ্মু আহবায়ক এম. আবু বক্কর রাজু, দিদার হোসেন, হারুনুর রশিদ। বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল আলম দিপু, রিদুওয়ানুল হক, জাফর হোসেন রনি, ইমরান সিদ্দিকী জ্যাকসন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, ডবলমুরিং থানা আহবায়ক আকতার হোসেন বাবলু, বাকলিয়া থানা আহবায়ক দুলাল মিয়া, চকবাজার থানা আহবায়ক রাহাত উল্লাহ রবিন, কোতোয়ালি থানা সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, ডবলমুরিং থানা সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, বাকলিয়া থানা সদস্য সচিব মো. শামীম, চকবাজার থানা সদস্য সচিব কুতুব উদ্দিন নয়ন সহ ৪থানা ও ১৪টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email