এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৭ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শেষ দিনে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সপ্তম দিনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদে মাগরিব অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও আপসহীন নেতৃত্ব, নিরবচ্ছিন্ন সংগ্রাম ও অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে এক বীরোচিত জীবনের ইতি টেনে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আপসহীন অবস্থানে ছিলেন। ব্যক্তিগত ত্যাগ, অসুস্থতা ও কারাবন্দিত্বের কষ্ট উপেক্ষা করে দেশের মানুষের মুক্তির প্রশ্নে তিনি কখনো আপস করেননি—যা তার মহান আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত।
নেতৃবৃন্দ আরও বলেন, পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান, জানাজা ও দাফনের মধ্য দিয়ে কৃতজ্ঞ জাতি এই আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানায়। বেগম খালেদা জিয়ার বিদায় কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়; এটি বাংলাদেশের চার দশকের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়ের সমাপ্তি। তিনি আজ মাটিতে আড়াল হলেও গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি চিরভাস্বর হয়ে থাকবেন। তার সংগ্রাম, আত্মত্যাগ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, সৈয়দ আজম উদ্দিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মোবিন, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, গাজী আইয়ুব, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, মহিলাদলের মনোয়ারা বেগম মনি, তাঁতী দলের সভাপতি সেলিম হাফেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা।
শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।







