এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ডে-কেয়ার সেন্টার ঘুরে দেখেন। তিনি বলেন, নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার জন্য ডে-কেয়ার সেন্টারের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিশুদের সুবিধার্থে প্লে-গ্রাউন্ড করা হয়েছে। উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ডে-কেয়ার সেন্টারের পরিচালক প্রফেসর সালমা মমতাজ, ডে-কেয়ার সেন্টার ইনচানর্জ মৌসুমি জাহান মেরী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।







