মীরসরাইয়ে রবি কোম্পানির সিম বিক্রয় কর্মী মহিলাকে ধর্ষণকারী গ্রেপ্তার

মীরসরাইয়ে রবি কোম্পানির সিম বিক্রয় কর্মী মহিলাকে ধর্ষণকারী গ্রেপ্তার

উত্তর চট্টগ্রামের মীরসরাই বিশেষ অর্থনীতি অঞ্চলে রবি কোম্পানীর সিম বিক্রয় কর্মীকে গণধর্ষণ মামলার পলাতক আসামী আব্দুল আজিজ (২৭) কে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরাঞ্চল এলাকা থেকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য, গত ৩১ আগষ্ট সন্ধ্যার পর ‘রবি’ সিম বিক্রি শেষে নিজ বাড়ি ফেরার পথে ওই বিক্রয় কর্মী তরুণীকে অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজি থেকে নামিয়ে রাস্তার পাশে সিএনজি চালক আজিজ ও তার অপর সহযোগী আব্দুল্লাহ মিলে ধর্ষণ করে।
এ সময় স্থানীয় কিছু যুবক ঘটনা টের পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণকারী আব্দুল্লাহ কে আটক করে পুলিশে সোপর্দ করে। তার সহযোগী আব্দুল আজিজ পালিয়ে থেকেছিলো চরাঞ্চল এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email