রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের

পোষ্য কোটাকে ইস্যু করে উদ্বুদ্ধ পরিস্থিতি এবং দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার কারণে নির্বাচন পেছানোর দাবি করেছে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচ প্যানেল, ২০ জন স্বতন্ত্র প্রার্থী এবং হল সংসদের প্রার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্যানেল গুলোর সম্মিলিত জরুরি সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেছেন।

এদিকে বেলা ১টার দিকে নির্বাচন অংশগ্রহণমূলক করতে দুর্গাপূজার ছুটির পরে নির্বাচন আয়োজনের অনুরোধ করেছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রচার-প্রচারণায় গিয়ে শিক্ষার্থীদের দেখা পাচ্ছিনা। তারা অধিকাংশই পূজার ছুটিতে বাড়িতে চলে গিয়েছেন। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব আপনারা বিষয়টি বিবেচনা করবেন। আমার মতামত নির্বাচনটা যেন দুর্গাপূজার ছুটির পরেই হয়।’

এদিকে বেলা ১২টার দিকে সম্মিলিতভাবে একটি জরুরী সংবাদ সম্মেলন করেছেন ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন মনোনীত রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, তাসিন খানের নেতৃত্বে থাকা সর্বজনীন শিক্ষার্থী সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত প্যানেল সচেতন শিক্ষার্থী পরিষদসহ স্বতন্ত্র প্রার্থী এবং কয়েকটি হল সংসদের অন্তত অর্ধশতাধিক প্রার্থী।

তারা দাবি করেছেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সকল শিক্ষার্থীদের উপস্থিতির পরিবেশ তৈরি হওয়ার পরে নির্বাচন আয়োজন করা উচিত।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা ক্যাম্পাসে প্রচারণায় শিক্ষার্থীদের দেখা পাচ্ছি না। পোষ্য কোটা ইস্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে ক্যাম্পাস ছাড়ছেন। আমাদের দাবি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সকল শিক্ষার্থীদের উপস্থিতির পরিবেশ তৈরি হওয়ার পরে নির্বাচন আয়োজন করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email