তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট :  শামীম

তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট :  শামীম

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। চট্টগ্রাম থেকেই তিনি বলেছিলেন ‘উই রিভোল্ট’। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে-কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হয়। দুনিয়ার সাড়ে তিন বিলিয়ন লোক এই খেলা দেখে। ফুটবলের নাম শোনেননি দুনিয়ায় এমন লোক পাওয়া দুর্লভ। পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে আছে ফুটবলপ্রিয় দর্শক। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে আমরা জিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি।

বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট :  শামীম

সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে প্রথমে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে জয়ী দুই দল বিকাল তিনটায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং তারকা ফুটবলারদের নিয়ে এসব দল গঠন করা হয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধক থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারনুর রশীদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। এ টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে সারাদেশে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য ও জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক বিপ্লব দে পার্থ’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রচার কমিটির আহবায়ক ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য সচিব ও জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী জাহেদ পারভেজ চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, কাজী বেলাল উদ্দীন, আর ইউ চৌধুরী শাহীন, শফিকুর রহমান স্বপন, সাইফুল আলম ভুট্টো, মাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, মো. সালাহউদ্দিন, মিডিয়া কমিটির সদস্য সচিব ইদ্রিস আলী, হাসান মুকুল, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সদস্য দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির সদস্য ও জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য ইমরান এমি, রিফাত হোসেন শাকিল, নুর জাহেদ বাবলু, খোরশেদ শিমুল, এম এ কাউসার, নূর হোসেন মামুন, আরেফিন রিয়াদ, আজিম অনন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email