হাটহাজারী মডেল থানা কম্পাউন্ডে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

হাটহাজারী মডেল থানা কম্পাউন্ডে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা কম্পাউন্ডে (চত্বরে) পুলিশের উপর আক্রমণ এবং পুলিশি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশ মো. রায়হান (২৬) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) রুপন নাথ।

গ্রেফতারকৃত রায়হান হাটহাজারী পৌরসভা ফটিকা ৬নং ওয়ার্ড হাদী চৌধুরীর বাড়ির মোঃ আবুল কালামের পুত্র। সে হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী বলেন, গ্রেফতারকৃত রায়হান এক সময়ে হাটহাজারী কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিল। বর্তমানে তার কোন পদ-পদবী নেই।

ঘটনা সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার দুপুরে পৌরসভার আলীপুরে তানভির নামে স্কুল ছাত্র হত্যার ঘটনায় জড়িত গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিজ্ঞ আদালতে নেয়া হচ্ছিল। ওই সময় গ্রেফতারকৃত শিবির নেতা হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি রায়হানকে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে সংশ্লিষ্ট থানা পুলিশের এক অফিসার নিষেধ করে। এতে ওই শিবির চড়াও হয়ে পুলিশের উপর আক্রমণ করে এবং পুলিশি কাজে বাধা প্রদান করায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।

এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তাকে সাম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন শেষে ভোট গণনার সময় ১ নাম্বার গেটে এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে একটি সূত্র নিশ্চিত করেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email