
রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও তার বিরুদ্ধে নতুন করে নয়টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ফরহাদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিএনপির নেতা হওয়ার কারণে আমি ৩০টিরও বেশি মিথ্যা মামলার আসামি হয়েছিলাম। সরকারের পতনের পরও একই ষড়যন্ত্র চলছে।
তিনি অভিযোগ করেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ওয়াদুদ ভূঁইয়ার প্রভাবে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন ফরহাদ।
ফরহাদের ভাষায়, আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতন, মামলা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া—সবকিছুর শিকার হয়েছি। কিন্তু সরকার পরিবর্তনের পরও নতুনভাবে মামলায় জড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে তার অনুসারীরা আমার রামগড়ের বাড়ি ও বাবার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। আওয়ামী লীগের করা মামলাগুলোতেও আমাকে পুনরায় আসামি করা হচ্ছে ষড়যন্ত্রমূলকভাবে।
ফরহাদ জানান, এসব অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত আবেদন করলেও কোনো প্রতিকার পাননি।
সংবাদ সম্মেলনে ফরহাদ বলেন, আমাকে মামলা ও ভয়ভীতির মাধ্যমে রাজনীতি থেকে দূরে রাখা এবং আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া ঠেকাতেই এসব করা হচ্ছে।
দলের হাইকমান্ডের উদ্দেশে তিনি বলেন, আমি দলের একজন কর্মী হিসেবে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাক্ষাৎকারের সুযোগ চাই, যাতে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারি।







