‘সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়’

‘সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়’
তৃতীয়বারের মতো বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নানা মন্তব্য ও সমালোচনার মাঝে এবার নিজেই মুখ খুললেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে ফারিয়া লিখেছেন, ‘কেউ কখনো এই ভেবে বিয়ে করেন না যে, একদিন সম্পর্কটি ভেঙে যাবে। ভালোবাসা, ধৈর্য ও আশার জায়গা থেকে সবাই সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। কিন্তু যদি বিশ্বাসঘাতকতা না থাকে, তখন সম্পর্ক আঁকড়ে ধরার চেষ্টা করাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘যারা জীবনে একাধিকবার বিয়ে করেছেন, তারা তাদের অতীত নিয়ে গর্ব করেন না। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর আবার নতুন করে সম্পর্ক শুরু করার জন্য শক্তি লাগে, লজ্জা নয়।’

অভিনেত্রী অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ‘দয়া করে কাউকে বিচার করবেন না, গুজব ছড়াবেন না বা কটু কথা বলবেন না। কারণ আপনি জানেন না, একজন মানুষ হাসিমুখে বাঁচতে কত কঠিন লড়াই করেছেন।’

তার পোস্টের শেষাংশে তিনি যোগ করেন, ‘কথায় রাখুন কোমলতা, আচরণে রাখুন দয়া। কারণ জীবন কারও প্রতি নরম নয়, আর আগামীকাল কী অপেক্ষা করছে-তা কেউ জানে না।’

এএডি/

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email