ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ ক্রিকেটের লাকি গ্রাউন্ড চট্টগ্রামে শুরু হলো ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ জাতীয় দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন। রোববার দুপুরে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবির (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) সামনে ট্রফি উন্মোচন করেন।

বিসিবি এবারের ট্রফি উন্মোচনে নতুনত্ব এনেছে। যদিও চট্টগ্রামে এটি প্রথমবার আয়োজন, এর আগে সিলেটের চা বাগানে এমন উদ্যোগ দেখা গিয়েছিল। উন্মোচনের পর দুই অধিনায়ক ফটোসেশনে অংশ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ক্রিকেটের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা। এ উদ্যোগে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড।

আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচের সূচনা সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান, সাইফ হাসান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email