চট্টগ্রাম প্রেস ক্লবের সামনে মহানগর এবি পার্টির জনসমাবশ

চট্টগ্রাম প্রেস ক্লবের সামনে মহানগর এবি পার্টির জনসমাবশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী ডবলমুরিং চান্দগাঁও) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) হতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সমর্থনে অদ্য ৩০ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-৯ আসনের মনোনীত প্রার্থী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন এবি পার্টি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপ্রাপ্ত এড. গোলাম ফারুক। তিনি বলেন, আমার বাংলাদেশ পার্টি চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতৃত্বকারী দল। প্রধান অতিথি ছিলেন, এবি পার্টি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৫ আসনে মনোনয়নপ্রাপ্ত লে. কর্নেল (অব.) দিদারুল আলম। তিনি বলেন, জাতি অতীতের মিথ্যা আশ্বাস প্রদানকারী চাঁদাবাজি লুটপাট ও ফ্যাসিবাদী রাজনীতিকে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ থাকলে ভোটাররা এবি পার্টি-র প্রতীক ঈগল মার্কার প্রার্থীদেরকেই ভোট প্রদান করবেন। এবি পার্টি বহু যাচাই-বাছাইয়ের মাধ্যমে সৎ, যোগ্য, মেধাবী ও জননন্দিত প্রার্থীদেরকেই মনোনয়ন দিয়েছে।
কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম-১১ আসনে মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চট্টগ্রামের এই বিশাল সমাবেশ প্রমাণ করেছে, এবি পার্টি রাজনৈতিক অঙ্গনে নবাগত হলেও প্রার্থীদেরকে খাটো করে দেখার কোন সূযোগ নাই।
কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাচন ব্রান্ডিং সমন্বয়ক ছিদ্দিকুর রহমান বিশেষ আলোচকের বক্তব্যে বলেন, ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা লাভের কারণেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবেন। এবি পার্টি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপ্রাপ্ত এড. সৈয়দ আবুল কাশেম বিশেষ আলোচকের বক্তব্যে বলেন, আমাদেরকে যে কোন মূল্যে চব্বিশের গণ অভ্যুত্থানের জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে।
সভাপতির ভাষণে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, চট্টগ্রাম-৯ আসনে নির্বাচিত হতে পারলে স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর যাবত অবহেলা বঞ্চনায় জর্জরিত বৃহত্তর বাকলিয়া, চাক্তাই, খাতুনগঞ্জ, টেরিবাজারসহ চট্টগ্রাম-৯ আসনের সমূদয় এলাকায় মেঘা প্রকল্প প্রণয়নের মাধ্যমে আধুনিক নগরীতে পরিণত করবেন।
মহানগর এবি পার্টি-র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি এবি পার্টর আহ্বায়ক ও খাগড়াছড়ি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বেগম ফারজানা আলম, এবি পার্টির নেতা শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম মহানগর এবি যুব পার্টির সদস্য সচিব জাবেদ ইকবাল প্রমূখ। এর আগে এক র‌্যালী কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email