ক্ষমতার উল্লাস

ক্ষমতার উল্লাস

ক্ষমতার উল্লাসে কলুষিত আজ সমাজ ব্যবস্থা,
স্তব্ধ পাষান মৃত্যু হয় মানুষের মনের অগোচরে।
ক্ষমতার অপব্যবহারে মানুষ হয়ে যায় দানব রূপি,
ক্ষমতার দাম্ভিকতা আজ ঢুকে গেছে রাষ্ট্র মানুষ ও সমাজের রন্ধে রন্ধে,
খুঁজে ফিরি বিবেকের দ্বার অন্যায়ের প্রতিবাদ কি করে যে হবে?
ক্ষমতার নিষ্ঠুরতায়য় বেঁচে ওঠে স্লোগানের মত আত্ম বলিদান।
এ কোন ক্ষমতার উল্লাস? বিবেকের কণ্ঠরোধে দুঃস্বপ্নের রেশ।
ক্রন্দন ধ্বনি কেন বাতাসে, বিবেক কোথায় মরেছে শত কোটি মানুষের?
আত্ম গ্লানি হারিয়ে গেছে ক্ষমতার দাম্ভিকতার শেষে,
বিবেক যেন আজ হাহাকার করে ক্ষমতার রোসে পড়ে,
শুধু দীর্ঘশ্বাস আজ দুঃস্বপ্ন হয়ে মানুষের জীবনে ঘুরে ফিরে।
হিংসার অনলে পোড়ে আজ মানুষের মনুষ্যত্ববোধ,
ক্ষমতা পেয়ে গেলে মানুষ বিবেকের দ্বার দেয় বন্ধ করে।
ক্ষমতার লোভে পড়ে মানুষ হায়না হয়ে যে ওঠে,
অহমিকা বোধ অর্থের প্রতি সু তীব্র লোভ ক্ষমতাকে বানায় স্বার্থের হাতিয়ার।
খুঁজে ফিরি বিবেকের দ্বার, ক্ষমতার অপব্যবহার কবে যে বন্ধ হবে?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email