
বাবা-মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। তাদের ঘর আলোকিত করে এসেছে প্রথম কন্যাসন্তান। নতুন অতিথি আগমনে উচ্ছ্বসিত এ দম্পতি।
বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাতে নিলয় আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে বাবা হওয়ার খবর শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
খবরটি প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয় ও হৃদি। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে দিচ্ছেন নানা ধরনের শুভেচ্ছা বার্তা।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। এটি হৃদির প্রথম এবং নিলয়ের দ্বিতীয় বিয়ে।







