আনোয়ারায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারায় সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর চকবাজার কুপার ছিমিনী হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরের সভাপতিত্বে এবং আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েলের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও চট্টগ্রাম-১৩ আসনের আগামীর ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দিল মোহাম্মদ মঞ্জু,এম. মনসুর উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা আলফাজুর রহমান আরিফ।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর শাহেদ খান রিপন, রুবাইদ খান সিফাত, আবদুল হান্নান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সোহেল, নুর মোহাম্মদ সাকিব, শফিউল আলম চৌধুরী, রাশেদুল বাশার, জুয়েল, শাহেদ, রিয়াজ উদ্দিন, অনিক, মালেক, আনিসুর রহমান আরফাত, রিহাজ, রোকন, ইমরান হোসেন হৃদয়, এমদাদ, ফখরুদ্দীন, শহিদুল ইসলাম, ফাহিম ও শাওন,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমান সাঈদ মাহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক, বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব ও সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ছাত্রদলকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় হতে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদলকে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, তরুণ ছাত্রনেতাদের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও কলেজ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ছাত্রসমাজকে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানাতে হবে।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email